রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ সরাসরি সম্প্রচার
|
Published : Saturday, 31 October, 2020
![]() শারজায় আজ আইপিএলের লড়াইয়ে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু । হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার টস জিতে ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন । অর্থাৎ ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাটিং করছে । এবার আইপিএলের আসরে বেশ ভালো অবস্থানে আছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু । ১২ ম্যাচে ৭ জয় নিয়ে শীর্ষ তালিকার দু'নম্বরে আছে দলটি। অপরিদেক, সমান ম্যাচে ৫ জয় করে হায়দরাবাদের অবস্থান আছে সাতে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ দেবদূত পাড্ডিকাল, জস ফিলিপ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গুরকিরাত সিং, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, ইয়ুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি। সানরাইজার্স হায়দরাবাদ একাদশ ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, মানিশ পান্ডে, কেন উইলিয়ামসন, আবদুল সামাদ, জেসন হোল্ডার, অভিষেক শর্মা, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, টি নটরাজন। |